প্রকাশিত: Wed, Dec 7, 2022 6:39 PM
আপডেট: Wed, Apr 30, 2025 4:39 AM

বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই উক্তি জাতিসংঘের রেজুলেশনে

কূটনৈতিক প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত ইন্টারন্যাশনাল ইয়ার অব ডায়ালগ অ্যাজ এ গ্যারান্টি অব পিস, ২০২৩ শীর্ষক রেজুলেশনের ১৪তম প্যারায় সন্নিবেশন করা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়।’ যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ও মহান উক্তি হিসেবেই পররাষ্ট্র নীতিতে যুক্ত করেছিল বাংলাদেশ। গত মঙ্গলবার কোভিড পরবর্তী বিশ্ব ব্যবস্থা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বৈশ্বিক প্রেক্ষাপটে সাধারণ পরিষদের প্ল্যানারিতে রেজুলেশনটি উত্থাপন করে তুর্কমেনিস্তান। এটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। রেজুলেশনটিতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সকল দেশ কো-স্পন্সর করে। সর্বমোট কো-স্পন্সর করে ৭০টি দেশ।

বিশ্বমানবতা ও বিশ্বশান্তির অন্যতম প্রবক্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক উক্তিটি এবারই প্রথমবারের মতো জাতিসংঘ রেজুলেশনে সন্নিবেশিত হলো। সম্পাদনা: এল আর বাদল